রাজন্যা হালদার বিতর্কে বান্ধবীর প্রতিক্রিয়া: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের পাল্টা জবাব

চুঁচুড়া, ৯ জুলাই: কসবাকাণ্ডে এআই প্রযুক্তি ব্যবহার করে নগ্ন ছবি তৈরির অভিযোগে বিতারিত তৃণমূল নেত্রী রাজন্যা হালদার সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে না পারার কথা জানান। এই প্রসঙ্গে মুখ খুললেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী ও জয়ী ব্যান্ডের সদস্য বৈশালী দাশগুপ্ত।

বৈশালীর বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালের ২১ জুলাইয়ের সভামঞ্চে রাজন্যা বক্তৃতা করেছিলেন জয়ী ব্যান্ডের সদস্য হিসেবে। এরপর একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। বৈশালী প্রশ্ন তোলেন, “যিনি এতবার নেত্রীর সঙ্গে দেখা করেছেন, তিনি কীভাবে বলেন যে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারেননি? এটা সর্বৈব মিথ্যা।”

তিনি আরও অভিযোগ করেন, রাজন্যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলকে কালিমালিপ্ত করতে চাইছেন। “এক মনোজিতের ভয় দেখিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে, যেন তৃণমূল ছাত্র পরিষদে মেয়েরা নিরাপদ নয়—যা বাস্তব নয়,” বলেন বৈশালী।

রাজন্যার বাবার রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন বৈশালী। তিনি বলেন, “নতুন বিজেপি সভাপতি হওয়ার পর রাজন্যার বাবা তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। রাজন্যা লোকসভা ভোটের আগে বলেছিল বিজেপি তাকে টিকিট দেবে—কিন্তু কোথায়, তা বলেনি।”

বৈশালী আরও জানান, “রাজন্যা আগে বলেছিল নেত্রী রাজন্যা আর অভিনেত্রী রাজন্যা আলাদা। কিন্তু দল তাকে সাসপেন্ড করার পর সে এই অভিযোগ তুলছে। এটা হঠাৎ উত্থান থেকে পতন মেনে নিতে না পারার ফল।”

উল্লেখ্য, রাজন্যা অভিযোগ করেছিলেন, কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর বিকৃত ছবি তৈরি করে তা বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। এই ছবি তাঁর স্বামী প্রান্তিকের জুনিয়রদের মাধ্যমে তাঁর কাছে পৌঁছায়। এই অভিযোগ সামনে আসতেই তৃণমূলের যুব নেতাদের একাংশ রাজন্যার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান।