ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজারের কাঞ্চনটার বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন উৎসব পালন করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী। শনিবার তিনি ক্যাম্পে পৌঁছে বিএসএফের আধিকারিক ও জওয়ানদের হাতে রাখি বেঁধে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিধায়ক জানান, দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের প্রতি সম্মান ও ভালবাসা জানাতেই এই উদ্যোগ। তিনি বলেন, “আমাদের সীমান্ত রক্ষাকারী ভাইদের সঙ্গে রাখি-বন্ধনের এই বন্ধন কেবল প্রতীকী নয়, এটি আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের প্রতিফলন।”
এদিন ক্যাম্পে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়। বিএসএফের সদস্যরাও বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানান।
