পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন জলপাইগুড়ি পুলিশ লাইনে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের এবং শহরের সর্বত্রই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে।
এরই পাশাপাশি, প্রতিবছরের ন্যায় এবারও জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটির সদস্য সদস্যারা পালন করলেন রাখিবন্ধন উৎসব। সোসাইটির সমস্ত বোনেরা মঙ্গলদীপ ও মঙ্গলটীকার মাধ্যমে ভাইদের বরণ করে রাখীবন্ধনের মাধ্যমে পবিত্র বন্ধনে আবদ্ধ করেন।
পরে মিষ্টিমুখ ও হয়। জাতি ধর্ম বর্ণের ঊর্দ্ধে গিয়ে সৌহার্দের মধ্যে দিয়ে আমরা একে অপরের সাথে বেঁধে থাকবো এই বার্তা পৌঁছানোই এই আয়োজনের উদ্দেশ্য।
