রাখি বন্ধন উৎসব পালন হলো পুরাতন মালদার নারায়নপুর এলাকায় অবস্থিত ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ প্রাঙ্গনে। শনিবার সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা জেলার পুরাতন মালদাতেও রাখি বন্ধন উৎসবের ছবি নজরে এলো এদিন। পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন উৎসবের। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ওই সংস্থার মহিলারা বিএসএফ দের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে হাতে রাখি পরিয়ে ও কপালে তিলক পরিয়ে দিনটি উদযাপন করেন । পাশাপাশি থাকে মিষ্টিমুখেরও আয়োজন।
এদিন এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক নরেশ লোহিয়া ও অন্যান্য বিএসএফ জওয়ানরা। এছাড়াও উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা সঞ্চিতা দাস সহ আরো অন্যান্য কর্মকর্তারা। এদিন সকলে মিলে বিএসএফ জওয়ানদের দীর্ঘায়ু কামনা করে হাতে রাখি পরিয়ে দিনটি উদযাপন করেন। বিএসএফ আধিকারিক নরেশ লইয়া তিনি বলেন আজকে খুব আমাদের ভালো লাগছে আমাকে,এই রাখি বন্ধন উৎসব ভাইবোনেদের প্রতি এক ভালবাসা থাকে এবং উনারা যেমন আমাদের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে আজ রাখি উৎসব পালন করলেন আমরাও প্রতিজ্ঞাবদ্ধ রইলাম যাতে উনাদের প্রতি সুরক্ষা প্রদান করবেন।
ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্মকর্তা সঞ্চিতা দাস তিনি বলেন আমাদের বিএসএফ জবানরা বাড়ি থেকে অনেক দূরে থাকেন, তারা যেমন আমাদের রক্ষা করেন আমাদেরও কর্তব্য তাদেরকে রক্ষা করা। তাই আজ রাখি পরিয়ে তাদের শুভকামনা জানালাম এবং তাদের দীর্ঘায়ু কামনা করলাম।
