ক্রিকেটে দুর্দান্ত ইনিংস, সম্মানিত হলেন রত্না

অতি সাধারণ পরিবারের মেয়ে রত্না বর্মন আজ রাজগঞ্জ ব্লকের গর্ব। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর ঝোঁক ছিল তাঁর। ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ও শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের সাফল্য তাঁকে আরও অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণাতেই আজ নিজেকে তুলে ধরেছেন এক উঠতি অলরাউন্ডার হিসেবে।

রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের ফারাবাড়ি ভেলকি পাড়ার আদর্শ পল্লীর বাসিন্দা রত্না। কয়েকদিন আগেই দার্জিলিং জেলার হয়ে আন্ডার ১৯ ক্রিকেট প্রতিযোগিতায় বর্ধমানের বিরুদ্ধে ব্যক্তিগত ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। পাশাপাশি তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেটও। স্বভাবতই এই সাফল্যে খুশির হাওয়া রত্নার পরিবার ও এলাকাবাসীর মধ্যে। তাঁর কৃতিত্বের খবর প্রকাশ্যে আসতেই বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পুরো টিম ছুটে যায় রত্নার বাড়ি। ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান তাঁরা। সঙ্গে পড়িয়ে দেওয়া হয় রাজবংশী ঐতিহ্যবাহী হলদিয়া গামছা।

রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সাবুল চন্দ্র রায় বলেন, “এমন প্রতিভাবান খেলোয়াড় আমাদের এলাকায় আছে এটাই আমাদের গর্ব।“
একইভাবে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি বিজয় দাস জানান, “আমরা গর্বিত, রত্নার মতো প্রতিভাশালী মেয়ে আজ আমাদের এলাকার মুখ উজ্জ্বল করছে।”

রত্নার বাবা পেশায় টোটো চালক। সাধারণ পরিবার হলেও মেয়ের স্বপ্নপূরণের পথে সবরকম সমর্থন দিচ্ছেন তাঁরা। পরিবারের আশা আগামী দিনে রত্না দেশের জার্সি গায়ে মাঠে নামবে, ঠিক রিচা ঘোষের মতো দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করবে।

সংবর্ধনার পর আবেগাপ্লুত রত্না বলেন, “সবাই এত ভালোবাসা দিচ্ছেন, খুব ভালো লাগছে। সকলের কাছে আশীর্বাদ চাই যেন একদিন দেশের হয়ে খেলতে পারি ও আমাদের এলাকাকে আরও গর্বিত করতে পারি।”