ভারতে লঞ্চ হল রে ব্যান মেটা জেন-২ স্মার্ট গ্লাস

রে ব্যান মেটা জেন-২ এআই স্মার্ট গ্লাস আজ থেকে ভারতে পাওয়া যাচ্ছে। এই নতুন প্রজন্মের স্মার্ট গ্লাসগুলিতে রয়েছে উন্নতমানের ক্যামেরা, উল্লেখযোগ্যভাবে দ্বিগুণ ব্যাটারি লাইফ, আপগ্রেডেড মেটা এআই অভিজ্ঞতা এবং আধুনিক ডিজাইন। এগুলির দাম শুরু হচ্ছে ৩৯,৯০০ টাকা থেকে। কোম্পানির এবং অন্যান্য শীর্ষস্থানীয় অপটিক্যাল ও আইওয়্যার রিটেল স্টোরগুলিতে এটি পাওয়া যাবে। এই স্মার্ট গ্লাসগুলিতে রয়েছে থ্রি কে আল্ট্রা এইচডি ভিডিও ক্যাপচার, আল্ট্রাওয়াইড এইচডিআর সুবিধা। এটির ব্যাটারি লাইফ ৮ ঘণ্টা। মাত্র ২০ মিনিটে এটি ৫০% চার্জ করা যায় এবং চার্জিং কেস থেকে অতিরিক্ত ৪৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার সাপোর্ট পাওয়া যায়। হাইপারল্যাপস এবং স্লো মোশন-এর মতো নতুন ক্যাপচার মোড সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটিতে যুক্ত হবে। নতুন এই কালেকশনটি আইকনিক ওয়েফেরার, আধুনিক স্কাইলার এবং জনপ্রিয় হেডলাইনার স্টাইলে পাওয়া যাচ্ছে।

মেটা এআই এখন আরও স্মার্ট। ব্যবহারকারীরা “হে মেটা” বলে তাৎক্ষণিক উত্তর পাবে। এছাড়াও সুপারিশ বা অন্যান্য ক্রিয়েটিভ প্রম্পট পেয়ে যাবেন। সবচেয়ে উল্লেখযোগ্য হল রে-ব্যান মেটা (জেন ২) এখন সম্পূর্ণ হিন্দিতে কথোপকথনকে সমর্থন করে। এছাড়াও, মেটা এআই সম্প্রতি সেলেব্রিটি এআই ভয়েস যুক্ত করেছে। এখন ব্যবহারকারীরা দীপিকা পাডুকোন-এর এআই ভয়েসের সঙ্গে কথা বলতে পারবেন।

শীঘ্রই এই স্মার্ট গ্লাসগুলিতে ইউপিআই কিউআর কোড পেমেন্ট করার সুবিধা আসবে। ব্যবহারকারীকে শুধু কিউআর কোডের দিকে তাকিয়ে “হে মেটা, স্ক্যান অ্যান্ড পে” বলতে হবে। পেমেন্ট সম্পন্ন হবে হোয়াটসঅ্যাপ-এর সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, যা দৈনন্দিন লেনদেনকে আরও দ্রুত ও সহজ করে তুলবে।