মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার রাজ্য জুড়ে ভোটার তালিকা নতুন করে ঠিক করার কাজ চলছে। এর মাঝেই নির্বাচন কমিশনের নজরে কিছু অস্বাভাবিক বিষয় এসেছে।
দেখা যাচ্ছে, বহু ভোটারের নাম ২০০২ সালের শেষ ভোটার তালিকায় নেই। তবে সেই ভোটাররা ফর্ম পূরণ করার সময় বাবা-মা বা দাদু-ঠাকুরদার নাম লিখেছেন, যাঁদের নাম ২০০২ সালের তালিকায় ছিল। এইভাবে আত্মীয়ের নাম দেখিয়ে ফর্ম জমা দেওয়ার পদ্ধতিকে নির্বাচন কমিশন বলছে ‘প্রোজেনি ম্যাপিং’। আর এই ধরনের ভোটারদের বলা হচ্ছে প্রোজেনি ভোটার।
রাজ্যের প্রায় ১৪ হাজার বুথে, অর্থাৎ মোট বুথের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ বুথে, প্রোজেনি ভোটারের সংখ্যা ৫০ শতাংশের বেশি হয়ে গেছে। অর্থাৎ, ওই বুথগুলিতে অর্ধেকেরও বেশি ভোটারের নাম ২০০২ সালের তালিকায় নেই। এই ছবি দেখে কমিশনের মনে হয়েছে, বিষয়টি স্বাভাবিক নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বুথগুলির তথ্য আবার নতুন করে যাচাই করা হবে।
