দুর্গাপুজোর সময় হওয়া লাগাতার বৃষ্টির জেরে এবারের শ্যামা পুজো ও দীপাবলি ঘিরে উত্তরবঙ্গের ফুলের বাজারে দেখা দিয়েছে রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি। গাঁদা, রজনীগন্ধা, গোলাপসহ প্রায় সব ফুলের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বেড়ে গিয়েছে।
শিলিগুড়ির হাসমিচক, হাসপাতাল মোড় ও ভক্তিনগর সহ বিভিন্ন ফুলের বাজারে সকাল থেকেই ভিড় থাকলেও দাম শুনে ক্রেতারা হতবাক। যেখানে আগের বছর গাঁদা ফুল দাম ছিল অনেক কম সেখানে এবার দাম ছুঁয়েছে অনেক বেশি। গোলাপ ও রজনীগন্ধার দামও বৃদ্ধি পেয়েছে।
ফুল ব্যবসায়ীরা জানাচ্ছেন, দুর্গাপুজোর পরবর্তী টানা বৃষ্টিতে মালদা, নদিয়া ও উত্তর দিনাজপুরের ফুলচাষের জমি জলমগ্ন হয়ে পড়েছিল। ফলে বিপুল পরিমাণ ফুল নষ্ট হয়েছে। পাশাপাশি পরিবহন ও সংরক্ষণ সমস্যার কারণে শিলিগুড়িতে ফুল পৌঁছানোর পরিমাণও কমে গিয়েছে।
দার্জিলিং থেকে আগত এক ক্রেতার কথায়, “দীপাবলির আগে এত ফুলের দাম বাড়বে ভাবিনি। এবার বাড়ির পুজোয় ফুলের সাজ কিছুটা কমাতেই হবে।”
