বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি নিয়ে টালবাহানা অব্যাহত রয়েছে রাজ্যে।
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগপ্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য। চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে সেই ডেডলাইন বাড়ানো হচ্ছে। আরও সাতদিন আবেদনের সময়সীমা বাড়াতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আবেদনের শেষ দিন করা হচ্ছে ২১ জুলাই।
২১ তারিখ পর্যন্ত পোর্টালের মাধ্যমে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। উল্লেখ্য, এসএসসি ২০১৬ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মেনে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। সেই মত গত ১৬ জুন থেকে এসএসসি পোর্টালের মাধ্যমে নিয়োগের আবেদন নেওয়া শুরু হয়।
