কমানো হলো নিরাপত্তা

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ। দলের নির্দেশ মতো নিঃশর্ত ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। ফের অনুব্রতকে নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হল।

ইতিমধ্যেই এই ইস্যুতে সক্রিয় হয়েছে জাতীয় মহিলা কমিশন। এর মধ্যে কমানো হল অনুব্রতর নিরাপত্তা। জানা যাচ্ছে, এতদিন অবধি কেষ্টর গাড়ির আগে একটি পাইলট কার ও পিছনে দু’টি এসকর্ট গাড়ি থাকতো। মোতায়েন করা ছিল প্রায় ১৬ জন সশস্ত্র পুলিশ আধিকারিক ও কর্মী। নিরাপত্তার স্বার্থে ওয়াকিটকির মাধ্যমে তাঁরা যোগাযোগ রাখতেন।

গরু পাচার মামলায় জামিন পেয়ে গত বছর জেল থেকে বাড়ি ফেরার পরেও তৃণমূল নেতা ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। সুরক্ষার জন্য নিচুপট্টির বাড়িতে সবসময় ৪-৬ জন সশস্ত্র পুলিশ কর্মী থাকতেন। তবে এবার তা কমিয়ে দেওয়া হল বলে খবর।