কোচবিহারের তুফানগঞ্জ -২ ব্লকের রামপুর -২ গ্রাম পঞ্চায়েতে এসআইআর প্রক্রিয়া ঘিরে উদ্বাস্তু সমাজের আশঙ্কা ও ক্ষোভ প্রকাশ পেল পথসভায়। নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার। পথসভা শেষে একটি প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়।
রঞ্জিত সরকারের দাবি, এসআইআরের কারণে রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, আতঙ্কে পড়ে ইতিমধ্যেই বহু পরিবার মানসিক চাপের মধ্যে রয়েছে বলে তাঁদের কাছে অভিযোগ এসেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সভায় রঞ্জিত বাবু স্পষ্ট জানান, “এসআইআর প্রক্রিয়া আমরা মানি। কিন্তু বৈধ নাগরিককে ভোটের তালিকা থেকে বাদ দিলে মেনে নেওয়া যাবে না।” তাঁর দাবি, তিন কোটি মতুয়া, নমঃশূদ্র ও উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন এই পরিস্থিতিতে।
তাঁর বক্তব্য, যদি কোনওভাবে উদ্বাস্তু বা নমঃশূদ্র সমাজের বৈধ বাসিন্দাদের নাম বাদ পড়ে, তবে তারা বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে।
