ভারতের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স রিটেইল চেইন ‘রিলায়েন্স ডিজিটাল’, তাদের দুর্গাপুর স্টোরে বছর শেষ উপলক্ষে নিয়ে এসেছে আকর্ষণীয় সব ডিল। দুর্গাপুরের স্টোরের ঠিকানা আনন্দ গোপাল মুখার্জি সরণি রোড, ভিড়িঙ্গির কাছে, বেনাচিতি, দুর্গাপুর – ৭১৩২১৩। উৎসবের মরশুমে স্মার্ট টিভি এবং হোম অ্যাপ্লায়েন্সের ওপর বিশেষ ছাড়, ব্যাঙ্কিং অফার এবং নিশ্চিত উপহারের ডালি সাজিয়ে প্রস্তুত তারা। “গিফট অফ জয়” ক্যাম্পেইনের অধীনে, গ্রাহকরা নির্দিষ্ট ইলেকট্রনিক্স ও অ্যাপ্লায়েন্স কেনাকাটায় পাচ্ছেন ১০,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ৩০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও রয়েছে ৭,২০০ টাকা মূল্যের নিশ্চিত উপহার। টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার থেকে শুরু করে স্মার্টফোন ও ল্যাপটপের ওপর এই অফারগুলি প্রযোজ্য।
টেলিভিশনের ক্ষেত্রে ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি শুরু হচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকা থেকে। এছাড়া ৫৫ ইঞ্চি স্মার্ট ৪কে এলইডি টিভি ৪০,৯৯০ টাকা এবং প্রিমিয়াম কিউএলইডি টিভি পাওয়া যাচ্ছে ৫৭,০০০ টাকায়। ওয়ার্লপুল ১৮৪ লিটার রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে মাত্র ১৪,০২২ টাকায় এবং হায়ার ৬০২ লিটার সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে ৫৯,৩৯৮ টাকায়। ওয়াশিং মেশিনের মধ্যে ভোল্টাস ৬.৫ কেজি পাওয়া যাচ্ছে ১০,৯৯০ টাকায় এবং এলজি ৯ কেজি ফ্রন্ট লোড মেশিন পাওয়া যাচ্ছে মাত্র ৭ কেজির দামে। এয়ার কন্ডিশনার বিভাগে ভোল্টাস ১.৫ টন ৩-স্টার এসি পাওয়া যাচ্ছে ২৯,৬৯০ টাকায়।
২০২১ সালে যাত্রা শুরু করা দুর্গাপুরের এই স্টোরটি গ্রাহকদের বিশ্বস্ততা ও উন্নত পরিষেবা দিতে সদা প্রস্তুত। সহজ ইএমআই সুবিধা এবং বিশেষজ্ঞ পরামর্শের মাধ্যমে কেনাকাটাকে আরও আনন্দদায়ক করে তুলতেই এই আয়োজন।
