নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হওয়ার পরও দায়িত্বে পিছিয়ে থাকলো না শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু আজ, হাতে ব্যান্ডেজ নিয়েই নেমে পড়লে বন্যাদুর্গতদের সাহায্যে।
এদিন শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। এই ত্রাণ সংগ্রহ অভিযানে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের সঙ্গে ছিলো স্থানীয় বিজেপি কর্মীরা।
মানবিক উদ্যোগে এলাকার মানুষ ব্যাপক সাড়া দেয়। শংকর ঘোষ জানান, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব। ব্যথা-যন্ত্রণা ভুলে মানুষের পাশে থাকতে চাই।”
ত্রাণ সংগ্রহ অভিযানে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
