সম্প্রতি এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে দেশে। এরপরেই সতর্কতা বেড়েছে প্রশাসন তথা বিমানবন্দর কর্তৃপক্ষের। এর মাঝেই বড় পদক্ষেপ করল DGCA। ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট সহ এয়ার ইন্ডিয়ার তিন আধিকারিককে অপসারণের নির্দেশ দিয়েছে DGCA।
ওই তিন আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়াকে। চিহ্নিত তিন আধিকারিককে কোনো রকম অপারেশনাল রোল অর্থাৎ উড়ান নির্ভরশীল কোনো কাজের দায়িত্বে রাখা যাবে না। এমনটাই স্পষ্ট নির্দেশ দিয়েছে DGCA। এই তিন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, রোস্টারিংয়ের সময় অনেক নিয়ম তাঁরা অমান্য করেছেন। যেমন, ক্রুতে কারা থাকবেন, ক্রু পেয়ারিং, পাইলটদের বিশ্রাম সংক্রান্ত ক্ষেত্রে DGCA এর নিয়ম মানা হয়নি। এমনকি অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে নাকি উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই কাজগুলি করছিলেন চিহ্নিত তিন আধিকারিক। তবে এতদিন তাঁদের অপসারণ করা হল না কেন?
