যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। নতুন প্রযুক্তির ওপর ভরসা রেখে শুরু হয় অ্যাপ ক্যাব। তবে এবার দিনের ব্যস্ততম সময়ে দ্বিগুণ টাকা চার্জ করতে পারবে অনলাইন ক্যাব অর্থাৎ, ওলা, উবার, কিংবা ইনড্রাইভের মতো অনলাইন ক্যাব সংস্থা গুলি। নতুন গাইডলাইনে এই নিয়মাবলীর বিষয়ে জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ব্যস্ত সময় অনলাইন ক্যাবগুলি চাইলে মূল ভারার সর্বাধিক দ্বিগুণ টাকা চাইতে পারবে। পাশাপাশি সর্বনিম্ন ভাড়ার ক্ষেত্রে মূল ভাড়ার ৫০ শতাংশের কম নেওয়া যাবে না। এছাড়াও নির্দিষ্ট কোন রুটে মূল ভাড়া কত হবে তা নির্ধারণ করবে রাজ্য সরকার।
নতুন নিয়মাবলী প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাত্রীদের উপর ভাড়ার বোঝা চাপাতে চায় না। সেই কারণেই প্রথম রাজ্য হিসেবে বাংলাতেই চালু হয়েছে যাত্রীসাথী অ্যাপ। দেশের মধ্যে সবথেকে সস্তায় অ্যাপ-ক্যাব পরিষেবা মেলে এরাজ্যে। ফলে মোদি সরকার যা-ই গাইডলাইন দিক, আমরা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এব্যাপারে পদক্ষেপ নেব।’
