বারবার বিমান বাতিল, বাগডোগরায় যাত্রীদের চরম ভোগান্তি !

চিকিৎসার উদ্দেশ্যে ব্যাঙ্গালোরে যাওয়া রোগী থেকে শুরু করে কর্মসূত্রে যাত্রা করা বহু মানুষ বুধবার ও বৃহস্পতিবার টানা দু’দিন বিমান বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার দুপুর সাড়ে বারোটার ব্যাঙ্গালোরগামী বিমানটি হঠাৎই বাতিল করে দেয় সংশ্লিষ্ট বিমান সংস্থা। যাত্রীদের জানানো হয়, পরদিন সকাল ৯টা ২০-এর ফ্লাইটে তাদের পাঠানো হবে।

কিন্তু বৃহস্পতিবার সকালেই বিমানবন্দরে পৌঁছে যাত্রীরা আবারও জানতে পারেন—সেই ফ্লাইটটিও বাতিল করা হয়েছে। যাত্রীরা অভিযোগ করেন, বিমান বাতিল হলেও কোনও কারণ জানায়নি সংস্থার কর্মকর্তা বা কর্মীরা। কাউন্টারে বারবার জানতে চাইলে “প্রযুক্তিগত সমস্যা” বলে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অন্যদিকে, চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর যাচ্ছেন এমন কয়েকজন যাত্রী জানিয়েছেন, বারবার ফ্লাইট বাতিলের জেরে তাদের চিকিৎসার সময়সূচি সম্পূর্ণ বদলে গেছে, যা জীবনঝুঁকির সমান। অনেকে অতিরিক্ত খরচ ও থাকার সমস্যা নিয়েও ক্ষুব্ধ। এদিন বিমানবন্দর চত্বরে যাত্রীরা বিমান সংস্থা ও বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ক্ষোভ উগরে দেন। দ্রুত সঠিক তথ্য দেওয়া, যাত্রী সুরক্ষা নিশ্চিত করা এবং বাতিলের সুনির্দিষ্ট কারণ প্রকাশের দাবি জানান তারা।