ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকায়। রীতিমতো ডাকাতির তান্ডব চালিয়েছে চোরের দল। নিয়ে যায় দেড় লক্ষাধিক নগদ টাকা সহ বেশ কিছু সোনার অলংকার। থানায় অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ রাতেই তদন্তে নেমে একজনকে আটক করেছে। জানা গিয়েছে, ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকার বাসিন্দা টিঙ্কু দাস সন্ধ্যায় বাড়িতে ছিলেন না। তিনি স্থানীয় বাজারে নিজের দোকানে ছিলেন এবং তার স্ত্রী বাবার বাড়িতে যায় বলে জানা যায়।
বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা বাড়িতে ঢুকে, এরপর দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে তান্ডব চালায়। ঘরের আসবাবপত্র তছনছ করে। দৃশ্য দেখেই মনে হবে চোর নয়, ডাকাত ঢুকেছে ঘরে। বাড়ির মালিক বাড়িতে এসে প্রথমে খোলা দরজা দেখে অবাক হয়ে যান। এরপর ঘরে ঢুকেই তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং কাঁদতে শুরু করেন। চিৎকার শুনে স্থানীয়রা বাড়িতে ছুটে এসে দেখেন চোর রীতিমতো তান্ডব চালায় ঘরের মধ্যে।
ঘরের সমস্ত জিনিস এলোমেলো করে রাখে। পরিবার সূত্রে জানা যায় প্রায় দেড় লক্ষাধিক টাকা এবং সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ।রাতেই তদন্তে নেমে একজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে এলাকায় ভর সন্ধ্যায় চুরি এবং নেশাগ্রস্ত যুবকদের আনাগোনায় আতঙ্কিত এলাকাবাসী।
