চলতি বছর আয় বেড়েছে রেকর্ড হারে

ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে যেমন আসে সমুদ্রের কথা তেমনি পাহাড়ও আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য দারুণ সুখবর। ঢেলে সাজানো হতে চলেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পুজোর মরশুমে এবার পর্যটকদের ঢল নামায় রেকর্ড আয় হয়েছে এই পার্ক থেকে।

জানা যাচ্ছে, গত বছরের তুলনায় এ বছর প্রায় ১০ লক্ষ টাকা বেশি আয় হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। আর এবার তাই এই পার্কের আকর্ষণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, এবার পুজোয় বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের সংখ্যা অনেকটাই বেড়েছিল।

তাই রেকর্ড আয় হয়েছে। পর্যটকদের জন্য আয়ের পরিকাঠামো আরও উন্নত করা হচ্ছে। বিশেষ করে সাফারি পার্কে আরও নতুন প্রাণীও আনা হচ্ছে। সাফারি পার্কের ডিরেক্টর বলেন, গত বছরের তুলনায় এবার ১০ লক্ষ টাকা বেশি রোজগার হয়েছে। বেঙ্গল সাফারি পার্কে এটাই রেকর্ড আয়।