শীতের রাত, ঘন কুয়াশার দাপট, আর এরই মাঝে ঘটলো বিপত্তি।জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ল একটি গন্ডার।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে গন্ডারটি ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা লাগাতার দাপিয়ে বেড়ায় গন্ডার টি।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শিসামারা নদীর ওপারেই জলদাপাড়া বনাঞ্চল। সাধারণত এই এলাকায় হাতি বা বাইসনের দেখা মিললেও, গন্ডার সচরাচর ঢুকে পড়ে না। জঙ্গল থেকে বেরিয়ে গন্ডারটি প্রথমে এলাকার জহিরুল হক নামে এক ব্যক্তির একটি গোরুকে আক্রমণ করে। এরপর একটি বাড়ির সামনে রাখা মোটরবাইকেও ধাক্কা মারে গন্ডারটি। গ্রাম ঘুরে শেষমেশ নতুনপাড়া বাজারে পৌঁছে যায় গন্ডার টি। সেখান থেকে সোজা গিয়ে আশ্রয় নেয় স্থানীয় বাসিন্দা অমূল্য রায়ের পুকুরে। দীর্ঘক্ষণ সেখানেই ছিল গন্ডারটি।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। তবে স্থানীয়দের ভিড় এবং হইচইয়ের কারণে গন্ডারটিকে জঙ্গলে ফেরাতে যথেষ্ট বেগ পেতে হয় বনকর্মীদের। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার প্রচেষ্টায় গন্ডারটিকে নিরাপদ দূরত্বে জঙ্গলের দিকে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের আরও সচেতন থাকার এবং বন্যপ্রাণী দেখলে দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
