মুম্বইতে রিচ প্রেজেন্টস হসপিটালিটি হরাইজন অ্যাওয়ার্ডস ২০২৫

Rich-এর পক্ষ থেকে, 2025 সালের হসপিটালিটি হরাইজন বেকারি, প্যাটিস্ট্রি ও চকোলেট অ্যাওয়ার্ড প্রদান করা হল এবং সেই উদযাপন উপলক্ষ্যে আন্ধেরি ইস্ট-এর নোভোটেল এয়ারপোর্ট-এর দ্বারা আয়োজিত এক বর্ণাঢ্য আলো-ঝলমলে সন্ধ্যার সাক্ষী হয়ে রইল মুম্বই শহর। Rich Products-এর পক্ষ থেকে এই ইভেন্ট উপস্থাপন করা হয় এবং এর যাবতীয় আয়োজনের দায়িত্বে ছিল দেশের অগ্রগণ্য ইন্ডাস্ট্রি পাবলিকেশন, হসপিটালিটি হরাইজন ম্যাগাজিন।

এই ইভেন্ট সম্পর্কে নিজের মতামত পোষণ করতে গিয়ে, Rich Products ইন্ডিয়া, MENA ও তুরস্ক-এর ম্যানেজিং ডাইরেক্টর, মিঃ পঙ্কজ চতুর্বেদী বলেন: “Rich’s-এ আমরা বিশ্বাস করি যে বিশ্বমানের উপকরণ ও সমাধানের উপলভ্যতা প্রদানের মাধ্যমে বেকারি ও প্যাটিস্ট্রি কমিউনিটিকে আরও উন্নত ও সক্ষম করে তোলা উচিত। এইসব পুরস্কার তাই সেইসব অসাধারণ মেধা, সৃজনশীলতা ও আবেগের প্রতি সশ্রদ্ধ কুর্নিশ জানায় যা ভারতের বেকিং ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে চলেছে। অসাধারণ কৃতিত্ব ও চমৎকারিত্বের নতুন নতুন বেঞ্চমার্ক সেট করে চলা এইসব অগ্রগামী ব্যক্তিদের কাজ উদযাপন করতে পেরে আমরা যারপরনাই গর্বিত।”

পুরস্কার বিতরণের এই আলো-ঝলমলে রাতে বেকিং ইন্ডাস্ট্রির সমস্ত নামকরা ব্যক্তি একত্রিত হয়েছিলেন এবং তার পাশাপাশি বেকারি, প্যাটিস্ট্রি ও চকোলেটের দুনিয়াতে নতুন নতুন চমৎকারিত্ব ও উদ্ভাবনকে সামনে নিয়ে আসা ইন্ডাস্ট্রির অগ্রগণ্য মানুষ ও সেলিব্রিটি শেফদের উজ্জ্বল উপস্থিতিও কারও চোখ এড়ায়নি। বিশেষ বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে ছিলেন – শেফ অজয় চোপড়া, রাখী ভাসওয়ানি, সঞ্জনা প্যাটেল, শেফ ভিনেশ জনি, রোহিত সাঙ্গওয়ান, তেজস্বী চণ্ডেলা, জেবা কোহলি ও আরও অনেকে। এদের সকলের উপস্থিতির দ্বারাই এই সন্ধ্যায়, বেকারি, প্যাটিস্ট্রি ও চকোলেটের ডোমেনে মেধা, সৃজনশীলতা ও কারিগরী দক্ষতার একটি প্রকৃত উদযাপন সার্থক হয়ে উঠতে পেরেছিল।