তিস্তায় জলবৃদ্ধি, SH-12 জলমগ্ন—দার্জিলিংমুখী পথে যানজট

মঙ্গলবার ভোর থেকেই তিস্তা নদীর জল উপচে পড়ছে রাস্তায়। তিস্তা বাজারের কাছে রাবিঝোড়ার সংলগ্ন রাজ্য সড়ক (SH-12) জলমগ্ন হয়ে পড়ায় দার্জিলিংমুখী যানবাহনের উপর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। উভয় দিকেই গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

যদিও ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) দিয়ে যান চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে রাস্তায় জল গড়িয়ে পড়ায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের।

আবহাওয়া দফতর আগেই উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। তিস্তার জলস্তর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।