শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আশিঘর মোড়ে মঙ্গলবার বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধে নামলো স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তা ও ড্রেনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এদিন এলাকাবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে।
তাদের দাবি, এলাকার রাস্তা ও ড্রেন সংস্কারের জন্য বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রধান, বিধায়ক ও সাংসদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, “বর্ষা রাস্তায় ডেনের জল জমে যায়, পাশাপাশি গুরুত্বপূর্ণ মোরে বেহাল রাস্তা অথচ জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিচ্ছে, কাজের হদিশ নেই তাদের হদিশ নেই।”
অবরোধের জেরে আশিঘর মোড়ে থেকে কোট মোড়ে আসার রাস্তা কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিগড় ফাঁড়ির পুলিশ। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এলাকাবাসীরা জানায়, দ্রুত রাস্তা ও ড্রেন সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন তারা।
