শিলিগুড়িতে মিলনপল্লী সরকারি আবাসনের রাস্তা নির্মাণের কাজ শুরু

পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় শিলিগুড়ি পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিলনপল্লী সরকারি আবাসনে পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের কাজের শুভ সূচনা হলো। এই প্রকল্পের শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ পুরনিগমের জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব জানান, প্রায় ৪৩ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মিলনপল্লী সরকারি আবাসনের বাসিন্দারা যাতায়াত সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। বর্ষাকালে কাদামাটি ও জল জমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত।