জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড গৌড়ীয় মঠ ট্রাফিক মোড় সংলগ্ন জল পাইপ ফেটে জলমগ্ন রাস্তা, ভোগান্তিতে বাসিন্দারা। জলের অপচয় হচ্ছে হল অভিযোগ। জলপাইগুড়ি শহরের ২৪ নম্বর ওয়ার্ডে গৌড়ীয় মঠ সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে পানীয় জলের পাইপ ফেটে ব্যাপক জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়।
পাশেই একটি বিদ্যালয় থাকার ফলে ব্যস্ত এই রাস্তায় নিত্যযাত্রী ও অভিভাবকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ—এভাবে জল অপচয়ের পাশাপাশি চলাফেরায় নিত্য সমস্যা সৃষ্টি হচ্ছে। দ্রুত মেরামতির দাবি তোলেন যাত্রীরা।
এদিকে ওয়ার্ড কাউন্সিলর অম্লান মুন্সি জানান, জল অপচয়সহ এলাকার বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আজই ২৪ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে মহকুমা শাসকের সঙ্গে দেখা করার কথা রয়েছে।
