পুজোর দিন গুলোতে বেশ কিছু সময় বন্ধ থাকবে রাস্তা

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। আর কিছুদিন পরেই মহালয়া।

ওই কটাদিন যাতে যানজটের ভোগান্তির মুখে না পড়তে হয়, তাই আগেভাগেই যান চলাচল নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। নির্দেশিকা অনুযায়ী, উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম কলকাতা এবং শহরতলির বিভিন্ন রাস্তায় নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হবে যান চলাচল। ২৫ সেপ্টেম্বর তৃতীয়ায় বিকেল ৪ টে থেকে রাত ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা।

দুপুর ৩ টে থেকে রাত ২ টো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে ২৬ সেপ্টেম্বর, চতুর্থীতে। ২৭ সেপ্টেম্বর পঞ্চমীতে দুপুর ৩ টে থেকে রাত ২ টো পর্যন্ত বন্ধ থাকবে। ষষ্ঠী অর্থাৎ ২৮ সেপ্টেম্বর সময়টা দুপুর ৩ টে থেকে রাত ৩ টে। ২৯ সেপ্টেম্বর সপ্তমীর দিন দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে, ৩০ সেপ্টেম্বর অষ্টমীতে দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে এবং ১ অক্টোবর নবমীতেও ওই একই সময় বন্ধ থাকবে যান চলাচল।