ডাকাতির ছক বানচাল, পুলিশের জালে ছয় দুস্কৃতি, উদ্ধার ধারালো অস্ত্র

ছয় জনকে গ্রেফতার করে পাঠানো হল জলপাইগুড়ি আদালতে। গত বুধবার এনজেপি থানার অন্তর্গত ভুট্টাবাড়ি শ্বশান বস্তি এলাকার একটি ফাকা জায়গায় জনা দশেক দুস্কৃতি জমা হয়েছিল কোন অসৎ কাজের উদ্যশ্যে।তাদের কাছে ছিল ধারালো অস্ত্র,সহ বেশ কিছু সামগ্রী।

এদিন রাত্রে গোপন সুত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ভুট্টাবাড়ি শ্বশান বস্তিতে হানা দিলে পুলিশ দেখে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ৬জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতরা হল শান্তিনগর জাবরাভিটার সুবোধ মন্ডল, মিথিলেষ মালাকার,কৃষ্ণা সিং,বিকি সিং,অমিত বিশ্বাস,ও বিপিন তান্তি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে শহর শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকায় কোন ডাকাতির ছক কষছিল।শুক্রবার ধৃত ছয়জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।