২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে রোহিতই! জল্পনা উসকে দিল আইসিসি’র নতুন পোস্টার

ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকেও অবসর নিয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর লক্ষ্য একমাত্র ওয়ানডে ফরম্যাটে। এই প্রেক্ষাপটে আইসিসি’র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি পোস্টার নতুন জল্পনার জন্ম দিয়েছে—রোহিত শর্মা কি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন?

আইসিসি যে পোস্টার প্রকাশ করে, তাতে ২০২৬ সালে ইংল্যান্ডে ভারতের সাদা বলের সিরিজের সূচি দেখানো হয়। সেখানে ইংল্যান্ড দলের নেতৃত্বে হ্যারি ব্রুক এবং ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ছবি থাকে। এই দৃশ্য অনেক সমর্থকের কাছে ইঙ্গিত দিয়েছে যে অন্তত আগামী বছরও ভারতের ওয়ানডে অধিনায়ক থাকছেন রোহিত। তবে কিছু সময়ের মধ্যেই আইসিসি পোস্টটি সরিয়ে নেয়, যা জল্পনাকে আরও তীব্র করেছে।

রোহিতের পাশাপাশি বিরাট কোহলিও টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন কেবল ওয়ানডে খেলছেন। দু’জনের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআই দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট তাঁদের সঙ্গে আলোচনা করে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় রাখবেন কি না, তা ঠিক করবেন।

রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাড আশাবাদী যে তাঁর শিষ্য ২০২৭ বিশ্বকাপে খেলবেন। তিনি মনে করেন, এই কারণেই রোহিত একের পর এক ফরম্যাট থেকে অবসর নিয়ে ওয়ানডেতে মনোযোগ দিচ্ছেন। ভারতের হেড কোচ গৌতম গম্ভীরও আগেই বলেছেন, পারফরম্যান্স থাকলে বয়স কোনো বাধা নয়।

আইসিসি’র এই পোস্টার এবং পরবর্তী পদক্ষেপ ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এখন নজর থাকছে রোহিত শর্মার ফিটনেস, ফর্ম ও বিসিসিআই’র চূড়ান্ত সিদ্ধান্তের দিকে.