রয়্যাল চ্যালেঞ্জের নতুন ক্যাম্পেইন ‘ম্যায় নেহি তো কৌন বে’

রয়্যাল চ্যালেঞ্জ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার তাদের ‘চুজ বোল্ড’ দর্শনের ওপর ভিত্তি করে নতুন এবং শক্তিশালী ক্যাম্পেইন ‘ম্যায় নেহি তো কৌন বে’ চালু করেছে। এই ক্যাম্পেইনটি নতুন প্রজন্মের নিজস্ব বিশ্বাস এবং নির্ভীক সত্যতাকে তুলে ধরে, যারা সমাজের বেঁধে দেওয়া নিয়মের বদলে নিজেদের শর্তে সাফল্যকে নির্ধারণ করতে ইচ্ছুক। ক্যাম্পেইনটি র্যা পার স্রুষ্টি তাওয়াড়ের একটি গানের নামে নামকরণ করা হয়েছে। এতে ক্রিকেট তারকা স্মৃতি মন্দানা, যুব আইকন রণবিজয় সিং, গেমিংয়ের জনপ্রিয় মুখ নামান “মর্টাল” মাথুর এবং স্রুষ্টি নিজে অংশ নিয়েছেন।

ডিয়াজিও ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং পোর্টফোলিও হেড – মার্কেটিং, বরুণ কুরিছ বলেন, “‘ম্যায় নেহি তো কৌন বে’ আমাদের ‘চুজ বোল্ড’ যাত্রার পরবর্তী অধ্যায় হতে চলেছে। আমরা এমন সাংস্কৃতিক আইকনদের একত্রিত করেছি যারা এই নির্ভীক মনোভাবকে মূর্ত করে এবং আমরা আশা করি এটি প্রতিটি তরুণ ভারতীয়কে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।“ স্মৃতি মন্দানা বলেন, “আমার কাছে সাহসী হওয়া মানে মাঠে বা মাঠের বাইরে সঠিক সময়ে এগিয়ে আসা। নিজের ওপর বিশ্বাস রাখা থেকেই সবকিছুর শুরু।“

রণবিজয় সিং যোগ করেন, “সাহসিকতা মানে চিৎকার করা নয়, নিজের অবস্থানে অনড় থাকা এবং যা সঠিক মনে হয় তা করা।” গেমিং প্রো নামান “মর্টাল” মাথুরের বক্তব্য, “প্রতিটি ম্যাচই কৌশল, ধৈর্য ও আত্মবিশ্বাসের পরীক্ষা। ‘ম্যায় নেহি তো কৌন বে’ কেবল একটি লাইন নয়, এটি নিজেকে বারবার প্রমাণ করার বিশ্বাস।” এনর্মাস-এর সিসিও আশিস খাজানচি জানান, এই ক্যাম্পেইনটি হল তরুণদের প্রতি একটি স্পষ্ট আহ্বান। এই ক্যাম্পেইনের মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জ এমন এক প্রজন্মকে উদযাপন করছে যারা ঝুঁকি নিতে এবং প্রতিটি মুহূর্তে সাহসিকতাকে গ্রহণ করতে প্রস্তুত।