রয়্যাল স্ট্যাগ বুমবক্স, যা এই ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মিউজিক আইপি, তা ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে অংশীদার হয়ে ফিরে আসছে একেবারে নতুন লাইন-আপ নিয়ে রয়্যাল স্ট্যাগ বুমবক্স অরিজিন্যাল্স নাম নিয়ে- এ হল এক অনন্য ফরম্যাট যা মেলোডি ও হিপ-হপ’কে মিলিয়ে দেয়। এর আগে বেশ কিছু ট্র্যাক সফল হয়েছে। যেমন, পেহলে জ্যায়সি বাত নহি, হুডি, মোহব্বত, ও ইমতিহান। এবার এই প্ল্যাটফর্ম তাদের প্রথম অরিজিনাল পেশ করতে চলেছে এই মরসুমে। যার নাম সাই- দুর্দান্ত এই মেলবন্ধনে দেখতে পাওয়া যাবে নিকিতা গান্ধী ও ডিনো জেম্সকে। গত তিন বছরে বহু ইয়ুথ হাব-এ হাই-এনার্জির প্রত্যক্ষ অভিজ্ঞতা উপভোগ করিয়ে শ্রোতাদের মন জয় করার পর রয়্যাল স্ট্যাগ বুমবক্স চলে এসেছে তাদের বুমবক্স অরিজিন্যাল্স-এর দ্বিতীয় মরসুম নিয়ে। এ হল এই অরিজিন্যাল্স হল এমন সাউন্ডট্র্যাক যা ব্র্যান্ডের স্পিরিট লিভিং ইট লার্জ-কে উদযাপন করে। যা ভারতের সুরের জগতকে অনবরত নতুন সংজ্ঞায় তুলে ধরছে। যেখানে বিভিন্ন জ্যঁর, কণ্ঠ ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হচ্ছে এবং সৃষ্টি করা হচ্ছে দ্য অরিজিন্যাল সাউন্ড অব জেনারেশন লার্জ।
রয়্যাল স্ট্যাগ বুমবক্স অরিজিন্যাল্স লাইন-আপে এই ট্র্যাক নিয়ে এসেছে উদাত্ত ও চনমনে ভাব। এখানে সুমধুর মেলোডির সঙ্গে এসে মিশেছে হিপ-হপ’এর প্রবল এনার্জি। এখানে খুব নিখুঁত ভাবে সেই বিশেষ মুহূর্তগুলিকে ধরা হয়েছে যখন আপনি আর নিজের পছন্দ নিয়ে বিচার-বিবেচনা না-করে নিজের এক পথ তৈরি করে নেন। সুমধুর কণ্ঠের সঙ্গে দুর্বার মনোভাবের মেলবন্ধনে সাই হল এমন গান যা শুনে আপনি নিজের প্রকৃত পরিচয়কে মেনে নেবেন এবং তা আত্মবিশ্বাসের সঙ্গে ও স্টাইলে প্রকাশও করবেন। এই ট্র্যাক সম্পর্কে ডিনো জেম্স নিজের এই ভাবনা ব্যক্ত করলেন, ‘আমরা যা-যা পেতে চাই, সেসবই এই ট্র্যাকে আছে। এটা সপ্রতিভ, খাঁটি, ও কোনও রাখঢাক ছাড়াই সৎ। নিকিতার সঙ্গে কাজ করার ফলে পুরো গানটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। এতে নতুন এক মাত্রা যোগ হয়েছে যা পুরোপুরি এই গানের এনার্জির সঙ্গে সঙ্গত দিয়েছে। ঠিক এই জন্যই রয়্যাল স্ট্যাগ বুমবক্স শিল্পীদের জন্য দারুণ আকর্ষণীয় প্ল্যাটফর্ম হয়ে উঠতে পেরেছে। এখানে আমাদের সৃষ্টির সীমাকে পার করে নতুন-নতুন ক্ষেত্র খুঁজে বের করার সুযোগ দেওয়া হয়।”
পেরনড রিকার্ড ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার ও হেড অব গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট কার্তিক মহিন্দ্রা বললেন, “সঙ্গীতের বিশ্বজনীন ভাষা তার দারুণ শক্তি দিয়ে মানুষকে এক করে এবং বিশুদ্ধ সঙ্গীতের নানা মুহূর্ত তৈরি করে। রয়্যাল স্ট্যাগ অনবরত সঙ্গীত উদযাপন করে চলেছে তাদের তারুণ্যের তীব্র আবেগের মূল ভিত হিসাবে। রয়্যাল স্ট্যাগ বুমবক্স অরিজিন্যাল্স-এর মাধ্যমে আমরা নতুন-নতুন সাউন্ডস্কেপ নিয়ে এসে সবাইকে দুর্দান্ত অভিজ্ঞতা উপভোগ করাতে চাই। যেখানে বলিউডের সুমধুর গানগুলির সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে হিপ-হপ’এর তাল, যা শিরায়-শিরায় ঝঙ্কার তোলে। এই মেলবন্ধন আমাদের ব্র্যান্ডের দর্শন লিভিং ইট লার্জ-কেই তুলে ধরে।”
এই এডিশনের তো সবে শুরু- সঙ্গে থাকুন রয়্যাল স্ট্যাগ বুমবক্স-এর আরও যৌথ সৃষ্টির অভিজ্ঞতা লাভের জন্য যা নির্দিষ্ট কোনও জ্যঁর-এ সীমাবদ্ধ নয়। আসন্ন ট্র্যাকগুলির মধ্যে আছে- নীতি মোহন ও প্যান্থার ও রেভেটর-এর ‘সজনা’ ও আরমান মালিক ও ইক্কা-র ‘মেবি’। প্রতিটি ট্র্যাকই মেলোডি ও হিপহপ’এর ফিউসনে নিয়ে এসেছে এক নতুন অনুরণন ও ঝঙ্কার।
