১৫ ও ১৬ নভেম্বর রোজগার মেলা ২.০

দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও রাজ্যসভার সংসদ সদস্য শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার উদ্যোগে শিলিগুড়ির স্যালেসিয়ান কলেজে আগামী ১৫ ও ১৬ নভেম্বর, ২০২৫-এ অনুষ্ঠিত হতে চলেছে ‘রোজগার মেলা ২.০’।

২০২৩ সালের রোজগার মেলা ১.০-এর ব্যাপক সাফল্যের পর এটি আরও বড় পরিসরে ফিরতে চলেছে। ৬০টিরও বেশি দেশি-বিদেশি কোম্পানি ১০,০০০-এরও বেশি চাকরির সুযোগ নিয়ে আসছে। ব্যাংকিং, আইটি, রিটেইল, হেলথকেয়ার, ও হসপিটালিটির মতো বড় বড় সেক্টরের শীর্ষ রিক্রুটার হাজির হবেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল ইন্ডিগো এয়ারলাইনস, টাটা গ্রুপ, উইপ্রো, হিরো মোটোকর্প, এইচডিএফসি ব্যাংক, এবং রিলায়েন্স রিটেইল।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী শোভা করন্দলাজে অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোস। দশম শ্রেণী থেকে পোস্ট-গ্র্যাজুয়েট পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন।