এসআইআর-এ ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’র নামে বৈধ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে দিনহাটায় প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করল তৃণমূল কংগ্রেস।
বুধবার দুপুরে দিনহাটা শহরের সুভাষ ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এরপর মহকুমা শাসকের সামনে বক্তব্য রাখেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পরে তাঁদের পক্ষ থেকে মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। দিনহাটা ও সিতাই বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া অভিযোগ করেন, এসআইআর-এর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। তাঁর বক্তব্যে বিজেপি নেতৃত্বকে ঘিরে কড়া মন্তব্য উঠে আসে, যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
অন্যদিকে মন্ত্রী উদয়ন গুহ তাঁর বক্তব্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামাণিককে কটাক্ষ করে ‘বড় রোহিঙ্গা’ বলে মন্তব্য করেন।
এই কর্মসূচিতে সিতাই বিধায়ক সংগীতা রায়-সহ তৃণমূলের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এদিনের ঘটনাকে ঘিরে উত্তপ্ত দিনহাটার রাজনৈতিক মহল।
