বিমা গ্রাম API ভারতের গ্রামীণ এলাকায়বিমা ক্ষেত্রের প্রসারে এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা রাখছে বিমা সচেতনতা কমিটি (IAC-Life) । ভারতের বিমা নিয়ন্ত্রক সংস্থা বিমা নিয়ন্ত্রন ও বিকাশ কর্তৃপক্ষ (IRDAI)–র উদ্যোগে সম্প্রতি চালু হওয়া বিমা গ্রাম APIএকটি অগ্রগামী ডিজিটাল ব্যবস্থা- যার লক্ষ্য গ্রামীণ ভারতের বিমা কভারেজ সংক্রান্ত তথ্যকে আরও সহজ,নির্ভুল ও স্বচ্ছভাবে যাচাই করা। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC),পঞ্চায়েতি রাজ মন্ত্রক (MoPR),ডাক বিভাগের ডাক প্রযুক্তি উৎকর্ষকেন্দ্র (CEPT)এবং ভারতীয় বিমা তথ্য ব্যুরো(IIBI)–র যৌথ উদ্যোগে এই প্রযুক্তি তৈরি হয়েছে। বিমা গ্রাম APIএকটি ডেটাবেস ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API)–এর সমন্বয়ে গঠিত- যা পোস্টাল পিন কোডকে লোকাল গভর্নমেন্ট ডিরেক্টরি (LGD)–র কোডের সঙ্গে যুক্ত করে। ফলে একটি সমন্বিত,যাচাইযোগ্য গ্রামীণ শনাক্তকরণ ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়েছে। এই APIব্যবহার করে বিমা সংস্থাগুলি এখন গ্রাহকের PINকোড দিলেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের (GP)নাম তাৎক্ষণিকভাবে পেয়ে যাবে। এর মাধ্যমে গ্রামীণ এলাকার বিমা পলিসি ডিজিটালভাবে যাচাই খুবই সহজ হয়ে গেল।
ভারতের গ্রামীণ অঞ্চলে বিমার প্রসার আরও বাড়ানোর জন্য IRDAIদেশের বিমা সংস্থাগুলির জন্য রুরাল অ্যান্ড সোশ্যাল (RuSo)ম্যান্ডেট জারি করেছে। এই নিয়মের অধীনে, বিমা কোম্পানিগুলিকে নির্দিষ্ট সংখ্যা ও শতাংশ অনুযায়ী গ্রামীণ জীবিকা,বাড়িঘর,দোকান,যানবাহন এবং সামাজিক খাতের ব্যক্তিদের বিমা কভারেজ নিশ্চিত করতে হয়। কিন্তু গ্রামীণ এলাকায় বিমা কভারেজ ঠিক কতটা হচ্ছে- তার যথাযথ ম্যাপিং করাসমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ, বেশিরভাগ শনাক্তকরণ নথিতে গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ থাকে না। ফলেগ্রামীণ সম্প্রদায়গুলিতে বিমার প্রসার ঠিক কতটা হচ্ছে-তা সঠিকভাবে পরিমাপ করা বিমা প্রদানকারীদের জন্য কঠিন হয়ে পড়ে। ঘরে ঘরে গিয়ে সেই তথ্য যাচাই করার ঝামেলাও ছিল খুবই বেশি। বিমা গ্রাম APIএই সমস্যার সমাধান করেছে। এটি বিশ্বস্ত সরকারি উৎস থেকে প্রাপ্ত তথ্যের সাহায্যে রিয়েল-টাইমে গ্রামীণ বিমার তথ্য যাচাই ও প্রত্যয়িত করতে সক্ষম। গ্রামীণ এলাকা থেকে ইস্যু হওয়া বিমা পলিসি যাতে ডিজিটালি যাচাই করা হয় ও সঠিকভাবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যুক্ত হয়- তা নিশ্চিত করেবিমা গ্রাম API। এর ফলে রিপোর্টিং আরও দ্রুত,নির্ভুল ও কার্যকর হবে এবং হাতেকলমে সেই সব তথ্য যাচাই করার প্রয়োজনীয়তাও অনেক কমে যাবে।
উদ্যোগটি সম্পর্কে বিমা সচেতনতা কমিটি (IAC-Life)-এর একজন সদস্য বলেন: “বিমা গ্রাম API–এর উদ্বোধন ভারতের গ্রামীণ বিমা অন্তর্ভুক্তিকরণ বাড়াতে, তা গভীরে পৌঁছে দিতে এবং পরিমাপযোগ্য করে তোলার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। এটি শুধু বিমা কোম্পানিগুলিকে তাদের গ্রামীণ বিস্তার মূল্যায়নেই সাহায্য করবে না,বরং ভবিষ্যতে নীতি প্রণয়ন ও সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেসলাইন ডেটা নির্মাণেও সহায়তা করবে। দেশের প্রতিটি গ্রামীণ পরিবারকে ভারতের আর্থিক সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত করা ও পরিষেবা প্রদান নিশ্চিত করার মাধ্যমেবিমা গ্রাম APIনিঃসন্দেহে জীবন বিমার ইতিহাসে এক বিপ্লবের সূচনা করেছে।” বিমা গ্রাম APIইতিমধ্যে পাঁচটি বিমা সংস্থার মাধ্যমে সফলভাবে পাইলট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে—এর মধ্যে রয়েছে দু’টি জীবন বিমা কোম্পানি,দু’টি সাধারণ বিমা কোম্পানি এবং একটি স্বাস্থ্য বিমা সংস্থা। খুব শীঘ্রই এই উদ্যোগটি দেশের সব বিমা সংস্থার ব্যবহারের জন্য একীভূত করা হবে।
