নিয়ম ভেঙে বালি বোঝাই ওভারলোডিং ডাম্পারের দাপটে অতিষ্ঠ ময়নাগুড়ির রামসাই বারোহাতি এলাকার মানুষ। প্রতিদিন ভারী যানবাহন চলাচলের ফলে গ্রামীণ রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে গভীর গর্ত, ভেঙে গিয়েছে ড্রেনেজ লাইনের একাধিক জায়গা। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় শেষমেশ রাস্তায় নেমেই প্রতিবাদে সরব হলেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার সকালেই ডাম্পার চলাচল বন্ধ করে পথ আটকান ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁদের দাবি, নিয়ম অমান্য করে অতিরিক্ত বোঝাই গাড়ি চালচ্ছে, ফলে রাস্তাঘাট দ্রুত নষ্ট হচ্ছে। এতে শিশু ও বৃদ্ধদের জন্য যাতায়াত চরম বিপজ্জনক হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ—প্রশাসনকে বারবার জানালেও কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ওভারলোডিং বন্ধ ও ভারী যানবাহনের ওপর নিয়ন্ত্রণের দাবি জানিয়ে তারা বি.এল.আর.ও অফিস ও ব্লক প্রশাসনের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানান তাঁরা।
গ্রামবাসীদের হুঁশিয়ারি—অবিলম্বে ব্যবস্থা না নিলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
