মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ফের শক্তি প্রদর্শন বিরোধী বিজেপি শিবিরের। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের পূর্ব রাধাপুর সমবায় সমিতিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পদ্মশিবির। শাসকের অবস্থা শোচনীয়।
নন্দীগ্রামে সমবায় ভোটে ফের নিরঙ্কুশ জয় পদ্ম শিবিরের। পূর্ব রাধাপুর সমবায় সমিতিতে মোট আসনসংখ্যা ৯। সবগুলো আসনেই ফুটেছে পদ্ম। ওদিকে খাতাই খুলতে পারেনি তৃণমূল। এদিন সকাল থেকে ভোটগ্রহণ পর্ব চলে। ফল বেরোতে দেখা যায় বড়সড় জয় পেয়েছে বিজেপি। সমবায়ের জয় নিয়ে খুশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, “রাষ্ট্রবাদী আজ চোরেদের অর্থাত্ তৃণমূল কংগ্রেস, যারা চোর হিসেবে স্বীকৃত, তাদের পরাজিত করেছে। আমরা গত কয়েক মাসে ৫২ সমবায় সমিতিতে চোরদের হারালাম।” শুভেন্দু জানান, “এই সমবায়গুলো সবগুলিতেই এগারোর আগে সিপিএম ছিল, পঁচিশের আগে তৃণমূল ছিল।”
