রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গী এলাকায় ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। কাজ থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো গৌরী রায়ের (বয়স ২১)। ঘটনাটি ঘটেছে সাহুডাঙ্গীর সাহু ব্রিজের কাছে, বুধবার সন্ধ্যার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরী রায় সাহুডাঙ্গীর ছত্রর পাড়ার বাসিন্দা। তাঁর বাবা ধনেশ্বর রায় (হুলুং রায়) একজন রিক্সা চালক। আর্থিক অনটনের কারণে গৌরী পড়াশোনার পাশাপাশি কাজ করে সংসারের হাল ধরতে। কিন্তু সেই সংগ্রামী জীবনের করুণ পরিণতি ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনায়।
প্রত্যক্ষদর্শী দিনবন্ধু রায় জানান, “গৌরী কাজ শেষে বাড়ি ফিরছিলো। হঠাৎ রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এনজেপি থানা ও ভোরের আলো থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো সাহুডাঙ্গী এলাকা শোকে স্তব্ধ হয়ে পড়ে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা ভিড় জমায় রায় পরিবারের বাড়িতে। চারিদিকে শোকের ছায়া নেমে এসেছে।
গৌরীর অকালে চলে যাওয়া স্থানীয়দের মনে গভীর দুঃখের সৃষ্টি করেছে। একজন তরুণীর সংগ্রামী জীবনের এই করুণ সমাপ্তি আজ সকলের চোখে জল এনে দিয়েছে।
