সাই সুদর্শন ভারতের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন কিন্তু হেডিংলিতে নিজের প্রথম টেস্ট খেললেন। আগে থেকেই জল্পনা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর অভিষেক নিশ্চিত আর সেটা সত্যি প্রমাণ করেই প্রথম টেস্টের প্রথম দিনেই খেলতে নামলেন সাই সুদর্শন৷ তবে শুরুটা ভাল হল না আইপিএলে দারুণ খেলা সুদর্শনের৷ এদিন শূন্য রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি৷
আইপিএলে সাই সুদর্শনের সঙ্গে শুভমান গিল ওপেনিং পার্টনারশিপ করেছিলেন৷ এদিকে এদিন মাত্র চারটি বল ক্রিজে টেকেন সুদর্শন৷ শুরু থেকেই স্বচ্ছন্দ্য ছিলেন না তিনি৷ চার বলের মধ্যে ২ টি বলে তাঁর বিরুদ্ধে আউটের অ্যাপিল করেন৷ কিন্তু চতুর্থ বলে তিনি স্টোকসের বলে স্মিথের হাতে তালুবন্দি হন৷
