স্যামসাং ভারতে লঞ্চ করেছে গ্যালাক্সি ট্যাব এ১১। এই ট্যাবলেটটি সব বয়সের ব্যবহারকারীদের জন্য এক অসাধারণ বিনোদন প্রদান করে। পাশাপাশি দক্ষ এবং বহুমুখী কার্যকারিতাকে একত্রিত করে।
গ্যালাক্সি ট্যাব এ১১-এ রয়েছে ৮.৭ ইঞ্চির ডিসপ্লে, যা ৯০Hz রিফ্রেশ রেট সহ আসে। আপনি ওয়েব ব্রাউজিং হোক বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং অথবা পছন্দের শো দেখা, যে কোনো পরিস্থিতিতেই এটি এক অতুলনীয় ভিউইং এবং মসৃণ স্ক্রলিং অভিজ্ঞতা প্রদান করবে। গ্যালাক্সি ট্যাব এ১১-এ থাকছে ডলবির ডুয়াল স্পিকার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৬এনএম-এর অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত গ্যালাক্সি ট্যাব এ১১ দ্রুত এবং শক্তি-দক্ষ পারফরম্যান্স নিশ্চিত করে। এতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি ক্লাসিক গ্রে এবং সিলভার রঙে পাওয়া যাচ্ছে। স্টোরেজ ও কানেকটিভিটির ওপর নির্ভর করে এর ৪ টি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজের ওয়াইফাই ভেরিয়েন্টের দাম ১২৯৯৯ টাকা, এবং এলটিই কানেকশনের ভেরিয়েন্টের দাম পড়ছে ১৫৯৯৯ টাকা। আর ৮ জিবি + ১২৮ জিবির ক্ষেত্রে শুধু ওয়াইফাই কানেকশন যুক্ত ট্যাবের দাম রাখা হয়েছে ১৭৯৯৯ টাকা আর এলটিই কানেকশনের দাম পড়বে ২০৯৯৯ টাকা। এছাড়া থাকছে ১০০০ টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক অফার।
