প্রযুক্তিগত শিক্ষায় যুবসমাজকে ক্ষমতায়িত করতে স্যামসাং ইনোভেশন ক্যাম্পাস

ভারতের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং আজ গোরক্ষপুরে ১৬০০ তরুণ অংশগ্রহণকারীকে সংবর্ধনা জানিয়ে তার ফ্ল্যাগশিপ টেক এডুকেশন উদ্যোগ স্যামসাং ইনোভেশন ক্যাম্পাস (এসআইসি) -এর যাত্রাপথে এক বিশেষ মাইলফলক চিহ্নিত করেছে। যোগী বাবা গম্ভীরনাথ প্রেক্ষাগৃহ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তর প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত ছিলেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করেন এবং বলেন, “এই প্রোগ্রাম উত্তর প্রদেশের জনশক্তির দক্ষতা বাড়াবে। রাজ্যে ডিজিটাল উৎকর্ষতা নিয়ে আসবে।”

ভারত সরকারের স্কিল ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্যামসাং ইনোভেশন ক্যাম্পাস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অফ থিংস (আইওটি), বিগ ডেটা, কোডিং এবং প্রোগ্রামিং-এর দক্ষতা প্রদান করে। কোম্পানির এই ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম এখন ১০টি রাজ্যে বিস্তৃত। এর লক্ষ্য ২০২৫ সালে দেশব্যাপী ২০,০০০ শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি করা, যা গত বছরের তুলনায় ছয়গুণ বেশি। জাতীয় স্তরে এই উদ্যোগে ৪৪% নারীর অংশগ্রহণ করেছে। উত্তরপ্রদেশে এবছর ৫০০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে, যা জাতীয় লক্ষ্যমাত্রার প্রায় ২৫%। শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য স্যামসাং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NSDC) এর অধীনে ইলেকট্রনিক্স সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়ার (ESSCI) সঙ্গে সহযোগিতা করছে।

স্যামসাং সাউথওয়েস্ট এশিয়ার প্রেসিডেন্ট এবং সিইও জেবি পার্ক বলেছেন, “স্যামসাং ইনোভেশন ক্যাম্পাসের মাধ্যমে, আমরা কেবল তরুণদের প্রযুক্তিগত দক্ষতায় শিক্ষিত করছি না বরং আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতাও তৈরি করছি।”