স্যামসাং ইন্ডিয়া এবং আইআইটি দিল্লি-র যৌথ উদ্যোগে আয়োজিত ফ্ল্যাগশিপ এডুকেশন প্রোগ্রাম ‘স্যামসাং সলভ ফর টুমরো ২০২৫’-এ এ বছরের থিম ছিল “খেলাধুলা ও প্রযুক্তির মাধ্যমে সামাজিক পরিবর্তন”। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ভারতের প্রান্তিক স্তরে খেলাধুলার সুযোগ পৌঁছে দেওয়া এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা জয় করা।
এবারের প্রতিযোগিতায় দেশজুড়ে হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে উঠে এসেছে চমৎকার সব উদ্ভাবন। নেক্সট প্লে এআই হল আইআইআইটি পুনের শিক্ষার্থীদের তৈরি একটি এআই-চালিত প্ল্যাটফর্ম। এটি ভিডিও অ্যানালিটিক্সের মাধ্যমে সস্তায় উন্নত মানের কোচিং ও প্রতিভা অন্বেষণে সাহায্য করবে। অসমের তৈরি শতরঞ্জ স্বয় ক্রিউ হল দৃষ্টিহীনদের জন্য তৈরি এআই সমাধান, যা তাঁদের স্বাধীনভাবে দাবা খেলতে সাহায্য করে। তামিলনাড়ুর স্পোর্টস ফর অটিজম হল, অটিজম রয়েছে এমন শিশুদের থেরাপিকে খেলাধুলার মাধ্যমে আনন্দদায়ক করার একটি হাইব্রিড অ্যাপ। উত্তরপ্রদেশের স্টেটাস্কোড ২০০ হল একটি নিখুঁত অঙ্গভঙ্গি শনাক্তকরণের মাধ্যমে অ্যাথলেটদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক অ্যাপ।
বিজয়ী দলগুলো আইআইটি দিল্লিতে তাদের প্রোটোটাইপ তৈরির জন্য ১ কোটি টাকা পর্যন্ত ইনকিউবেশন সাপোর্ট পেয়েছে। এছাড়াও শীর্ষ ২০টি দলের জন্য ছিল স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ স্মার্টফোন এবং মেধাবী উদ্ভাবকদের জন্য লক্ষাধিক টাকার অনুদান।
