সিইএস-এ এআই অ্যাপ্লায়েন্সের পরবর্তী ধাপ উন্মোচন এবং টিভির নতুন দিগন্ত উন্মোচন করবে স্যামসাং: জেবি পার্ক

স্যামসাং ইলেকট্রনিক্স ২০২৬ সালের সিইএস প্রদর্শনীতে তাদের পরবর্তী প্রজন্মের এআই-চালিত হোম অ্যাপ্লায়েন্স এবং টিভিতে নতুন প্রযুক্তি লঞ্চ করতে চলেছে। বিশ্বের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে স্যামসাং তাদের ‘ডিভাইস এক্সপেরিয়েন্স ডিভিশন’ এর ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে তুলে ধরবে। স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট জেবি পার্ক জানান যে তাদের এআই প্রযুক্তি এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই উদ্ভাবনগুলো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মানকে আরও সহজ ও উন্নত করবে। আগামী ৪ জানুয়ারি লাস ভেগাসে আয়োজিত ‘দ্য ফার্স্ট লুক’ ইভেন্টে স্যামসাং তাদের অত্যাধুনিক টিভির সীমাবদ্ধতা পেরিয়ে নতুন কিছু চমক দেখাবে।

এবারের প্রদর্শনীতে স্যামসাং শক্তিশালী হার্ডওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এক অনন্য সমন্বয় ঘটাবে। তাদের ‘বেসপোক এআই’ সিরিজে যুক্ত হচ্ছে উন্নত ফেব্রিক কেয়ার এবং বুদ্ধিমান তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর মধ্যে রয়েছে বেসপোক এআই এয়ারড্রেসার, লন্ড্রি কম্বো এবং উইন্ড-ফ্রি প্রো এয়ার কন্ডিশনার। ঘর পরিষ্কারের কাজে নতুন মাত্রা যোগ করতে আসছে বেসপোক জেট বট স্টিম আল্ট্রা রোবট ভ্যাকুয়াম। টিভির বাজারে টানা দুই দশক ধরে শীর্ষস্থান ধরে রাখা স্যামসাং এবার তাদের ‘মাইক্রো আরজিবি’ ডিসপ্লে প্রযুক্তিতে বড় পরিবর্তন আনছে। এটি ঘরের বিনোদন ব্যবস্থায় এক নতুন মানদণ্ড স্থাপন করবে।

রান্নাঘরের অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনতে স্যামসাং তাদের স্মার্ট ফ্রিজে গুগল জেমিনি এআই যুক্ত করেছে। এর ‘এআই ভিশন’ প্রযুক্তি এখন আরও নির্ভুলভাবে খাবার চিনতে এবং তালিকাভুক্ত করতে পারবে। নতুন সংস্করণে এটি অনেক বেশি সংখ্যক খাবার শনাক্ত করতে পারবে। এই বিশাল প্রযুক্তিগত পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রয়েছে ভারতের স্যামসাং ইঞ্জিনিয়ারদের। ভারতের তিনটি গবেষণা কেন্দ্রে ১০ হাজারের বেশি প্রকৌশলী বিশ্বমানের এই উদ্ভাবন নিয়ে কাজ করছেন। স্যামসাংয়ের বিশ্বাস যে এআই চালিত স্মার্ট হোম প্রযুক্তি ভারতের ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে।