“কম্প্যানিয়ন টু এআই লিভিং”-এর নতুন দিগন্ত উন্মোচনে স্যামসাং

লাস ভেগাসে আয়োজিত ‘সিইএস ২০২৬’-এর প্রাক্কালে ‘দ্য ফার্স্ট লুক’ ইভেন্টে স্যামসাং ইলেকট্রনিক্স তাদের ভবিষ্যৎমুখী ক্যাম্পেইন “কম্প্যানিয়ন টু এআই লিভিং” লঞ্চ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কেবল একটি প্রযুক্তি নয়, বরং দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য সঙ্গী হিসেবে গড়ে তোলাই স্যামসাং-এর মূল লক্ষ্য।
স্যামসাং ডিএক্স ডিভিশনের সিইও টিএম রোহ জানান, মোবাইল, টিভি এবং গৃহস্থালির সরঞ্জামের মধ্যে একটি সমন্বিত ইকোসিস্টেম তৈরির মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে আরও সহজ ও অর্থবহ করে তুলছে স্যামসাং। ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল বিশালাকার ১৩০-ইঞ্চি মাইক্রো আরজিবি টিভি। এতে রয়েছে ‘মাইক্রো আরজিবি এআই ইঞ্জিন প্রো’, যা প্রতিটি রঙকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। এছাড়া নতুন ভিশন এআই কম্প্যানিয়ন ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী সিনেমা, খাবার বা মিউজিকের পরামর্শ দেবে। ফুটবল প্রেমীদের জন্য রয়েছে ‘এআই সকার মোড প্রো’ এবং গেমারদের জন্য বিশ্বের প্রথম ৬কে থ্রিডি ওডিসি জি৯ মনিটর।
স্যামসাং-এর নতুন এআই সমৃদ্ধ রেফ্রিজারেটরে যুক্ত হয়েছে গুগল জেমিনি চালিত ‘এআই ভিশন’, যা ফ্রিজে রাখা খাবারের তালিকা স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করবে এবং রেসিপি সাজেস্ট করবে। ধোয়া এবং শুকানোর ঝামেলা কমাতে এসেছে ‘বেসপোক এআই লন্ড্রি কম্বো’ এবং ঘর পরিষ্কারের জন্য ‘জেট বট স্টিম আল্ট্রা’। ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় স্যামসাং ব্যবহার করছে উন্নত ‘নক্স ম্যাট্রিক্স’। এছাড়া ডিজিটাল হেলথ ফিচারের মাধ্যমে পরিধানযোগ্য ডিভাইসের (ওয়্যারেবলস) সাহায্যে ব্যবহারকারীর ঘুম, ব্যায়াম এবং এমনকি ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণও শনাক্ত করার লক্ষ্য নিয়েছে তারা। স্যামসাং-এর এই উদ্ভাবনী প্রদর্শনী ৭ জানুয়ারি পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।