সরস্বতী পুজোর দিনেই যেন শীতের রেশে ইতি টানার আভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বসন্ত পঞ্চমীর দিনে রাজ্যজুড়ে থাকবে তুলনামূলক উষ্ণ ও আরামদায়ক আবহাওয়া।
কনকনে ঠান্ডার বদলে উৎসবের দিনে মিলবে মনোরম পরিবেশ, যা পুজোর আনন্দকে আরও বাড়িয়ে দেবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোর আগেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে।
ফলে সকাল ও সন্ধ্যায় হালকা শীত থাকলেও দিনের বেলায় শীতের দাপট খুব একটা অনুভূত হবে না।
কলকাতা ও আশপাশের এলাকায় সরস্বতী পুজোর দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা প্রবল। বৃষ্টি বা কুয়াশার কোনও বড় আশঙ্কা নেই। তাই স্কুল-কলেজের পুজো, বাড়ির অনুষ্ঠান কিংবা খোলা আকাশের নীচে উদযাপনে আবহাওয়া বাধা হয়ে দাঁড়াবে না বলেই ইঙ্গিত।
অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় এখনও শীতের প্রভাব থাকলেও, পুজোর দিনে সেখানেও তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে দার্জিলিং ও সংলগ্ন অঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকবে।
সব মিলিয়ে বলা যায়, সরস্বতী পুজোর হাত ধরেই বাংলায় বসন্তের আগমনের বার্তা। শীতের কড়াকড়ি পেছনে ফেলে মনোরম আবহাওয়ায় জ্ঞানদেবীর আরাধনায় মাতবে সকলেই।
