তামিলনাড়ুতে ট্রেনের ধাক্কায় স্কুলবাস দু*র্ঘ*ট*না, মৃ*ত অন্তত ২ পড়ুয়া, আশঙ্কাজনক আরও ৩

তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় মঙ্গলবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইন পার হওয়ার সময় একটি স্কুলবাসকে ধাক্কা মারে দ্রুতগামী ট্রেন। ঘটনায় অন্তত ২ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে, আরও ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।

ঘটনাটি ঘটে সেমাঙ্গুপ্পান এলাকার একটি লেভেল ক্রসিংয়ের কাছে। সকাল প্রায় ৭টা নাগাদ মাত্র ৫ জন পড়ুয়াকে নিয়ে একটি স্কুলবাস লেভেল ক্রসিং পার হচ্ছিল। সেই সময় একটি ট্রেন এসে সরাসরি ধাক্কা মারে বাসটিকে। ট্রেনের গতিবেগ এতটাই বেশি ছিল যে, ধাক্কা লেগে বাসটি প্রায় ৫০ মিটার দূরে ছিটকে যায়। বাসটি দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই গুরুতর জখম হন পড়ুয়ারা।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই রেলপুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, সেখানেই ২ জন পড়ুয়ার মৃত্যু হয়। বাকি ৩ জন, যাদের মধ্যে গাড়ির চালকও রয়েছেন, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ-তে ভর্তি।

এদিকে, রেলপুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।