দেওয়ানহাট স্বাস্থ্যকেন্দ্রে এক শিশু কন্যার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। সোমবার দুপুরে সেই ঘটনার প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ্য, কয়েকদিন আগে দেওয়ানহাট স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুকন্যার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতি ও ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দারা। সেদিন সন্ধ্যায় দেওয়ানহাট চৌপথিতে প্রথম পথ অবরোধে নামে মৃত শিশুর আত্মীয় ও সাধারণ মানুষ।
এরপর সোমবার ফের সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে এলাকার স্কুল পড়ুয়া ছাত্র – ছাত্রীরা। দুপুর থেকে তারা দেওয়ানহাট চৌপথিতে বসে পড়ে পথ অবরোধ শুরু করে। তাদের দাবি, “গত বৃহস্পতিবার যে শিশুটি মারা যায়, তার জন্য দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। ভুল চিকিৎসার শিকার নিরপরাধ শিশুর সুবিচার চাই।”
ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন ও অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। কিছুক্ষণ পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।
