স্কুলের ভর্তিতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ, বিক্ষোভ ছাত্রীদের

ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ২৪০ টাকা। তবুও শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে ‌নেওয়া হচ্ছে ৪০০ টাকা। এই অতিরিক্ত ফি নেওয়ার বিরুদ্ধে ছাত্রীদের প্রতিরোধ।শনিবার সকাল থেকেই বিদ্যালয়ের রাস্তার সামনে ছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। উত্তেজনা ছড়ায় এলাকায়।

অভিযোগ, সরকারিভাবে ভর্তির ফি রয়েছে ২৪০ টাকা।সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষ ৪০০ টাকা করে নিচ্ছে। অতিরিক্ত এই টাকা নেওয়ার কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি বলে অভিযোগ। অবিলম্বে সরকার নির্ধারিত ফি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে এবং অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে বলে দাবী তোলেন পড়ুয়ারা। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, এই মুহূর্তে এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।