বুধবার ভোররাতে বেলাকোবা ফরেস্ট অফিস সংলগ্ন আদর্শ পাড়ায় এক স্ক্র্যাপ দোকানে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু মিয়া নামে এক ব্যক্তির মালিকানাধীন দোকানটিতে রাত প্রায় ১টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী এবং দমকল বাহিনী। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন সকালে জেলা পুলিশের এক আধিকারিক জানান আগুনে দোকান পুড়ে গেলেও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।
