ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ ও স্ক্রিন শুরু করল স্ক্রিন অ্যাকাডেমি, যা উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের জন্য পোস্টগ্র্যাজুয়েট ফেলোশিপ দেবে। লোধা ফাউন্ডেশনের সহায়তায় এফটিআইআই (FTII), এসআরএফটিআই (SRFTI) ও হুইসলিং উডস-এর (Whistling Woods) মেধাবী ছাত্রছাত্রীরা পুরো অর্থ সাহায্য পাবেন।
গুনীত মঙ্গা, পায়েল কপাডিয়া, রেসুল পুকুট্টি, ও অঞ্জুম রাজাবলি-সহ বহু বিশিষ্ট শিল্পী থাকছেন পরামর্শদাতা হিসেবে। অ্যাকাডেমি পরিচালনা করবে সম্মানজনক স্ক্রিন অ্যাওয়ার্ডস-ও।
আবেদনের বিস্তারিত: www.screenacademy.org
