উৎসবের আবহে মুখরিত সেবকেশ্বরী কালী মন্দির

কালীপুজোর আনুষ্ঠানিক দিন এগোনোর আগেই সোমবার ভোর থেকে সেবকেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল উপচে পড়ে। মা কালীর আরাধনায় অংশ নিতে শিবপুর, শিলিগুড়ি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভোর বেলায়ই ভক্তদের আগমন শুরু হয়।

মন্দিরে পুজো, মন্ত্রোচ্চারণ, প্রদীপ ও প্রসাদ অর্পণের মধ্য দিয়ে চলে ধারাবাহিক আরতি। মন্দির কর্তৃপক্ষের দাবি, উৎসবের মরশুমে এই ভিড় স্বাভাবিক, তবে ভক্তদের সুরক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিনভর বিশেষ পাঠ, আরতি ও সাংস্কৃতিক আয়োজন থাকছে বলে জানিয়েছে মন্দির কমিটি। কালীপুজোর আগেই এমন ভক্তসমাগম মন্দির চত্বরে উৎসব আবহ তৈরি করেছে।