চরমে উঠলো গোষ্ঠীদ্বন্দ্ব

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার তার আগে বীরভূমে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর তা সামাল দিতে জোর চেষ্টা চালাচ্ছে দল।

মূলত দলের গোষ্ঠীদ্বন্দ্বে রাশ টানা টানার বিষয়েই বীরভূমে কোর কমিটির বৈঠকে আলোচনা হল এদিন। যাদের নিয়ে এত চর্চা সেই কাজল-কেষ্ট দুজনেই উপস্থিত। এদিনের বৈঠকে অনুব্রত মণ্ডল, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কাজল শেখ, শতাব্দী রায় সহ সহ উপস্থিত ছিলেন কোর কমিটির ৯ সদস্য।

দলের ভেতরকার দ্বন্দ্ব বিনাশ করতেই এই বৈঠক। দলের শীর্ষ নেতৃত্বে নির্দেশের কথা মাথায় রেখেই এদিন বৈঠক হয়। প্রসঙ্গত, সম্প্রতি কাজল-কেষ্ট দ্বন্দ্ব মেটাতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও ফিরহাদ হাকিম তৎপর হয়।