রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সই জাল করে চাকরিতে নিয়োগপত্রের ঘটনা সামনে আসতেই শোরগোল বঙ্গ জুড়ে। জানা যায়, দুর্গাপুরে মোট ৭ জনের কাছে পুলিশের চাকরির ভুয়ো নিয়োগপত্র পৌঁছেছে।
নিয়োগপত্রগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাল সই রয়েছে। পাশাপাশি সই জাল করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। প্রাথমিক তদন্তের পর এই বিষয়ে এসিপি তথাগত পান্ডে বলেন, ‘৭ টি নিয়োগপত্রই ভুয়ো। মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনারের সই সহ রাজ্য সরকারের লোগো সবকিছুই জাল করা হয়েছে।’
পুলিশ সূত্রে খবর, প্রতিটি নিয়োগপত্রের ক্ষেত্রেই বিপুল পরিমান টাকার লেনদেন হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশি সন্দেহে পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেপকো টাউনশিপের এক ব্যক্তির উপর নজরদারি চলছে। বর্তমানে রহস্যের কিনারা করতে তদন্ত চলছে।